বিনোদন প্রতিবেদক | আপডেট:
Like
       
 গাজী মাজহারুল আনোয়ার ও মেয়ের প্রতিভা
 
 গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর মেয়ে দিঠি আনোয়ার
  বাবা গাজী মাজহারুল আনোয়ার একাধারে গীতিকার, সুরকার ও নির্মাতা। তাঁর মেয়ে দিঠি আনোয়ার গান করেন। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তাঁর গান গেয়ে বিখ্যাত হয়েছেন অনেক সংগীতশিল্পী। এবার বাবা-মেয়ে একসঙ্গে হাজির হচ্ছেন একটি টিভি অনুষ্ঠানে। বাংলাভিশনে আজ প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ নামের একটি নিয়মিত অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই অতিথি হয়ে আসবেন গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর মেয়ে দিঠি আনোয়ার।
বাংলাভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে মাজহারুল আনোয়ারের কালজয়ী সব গান গাইবেন তাঁর মেয়ে দিঠি আনোয়ার। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা–অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।

আরো জানতে ; click here




Comments

Popular posts from this blog

Check Out Whаt'ѕ Nеw With Yоur Dental Care Technique

Periodontal Scaling & Root Planing

Starting A Home Based Business and Internet Marketing