Posts

Showing posts from June, 2016

নারীরা বেশি দিন বাঁচে কেন?

Image
নারীরা পুরুষের তুলনায় বেশি দিন বাঁচে। নারীরা পুরুষের তুলনায় বেশি দিন বাঁচেন। পাঁচ থেকে ছয় বছর বেশি। অসংখ্য পরিসংখ্যানে দেখা গেছে, বিভিন্ন জৈবিক ও স্বাস্থ্যগত কারণে এমনটা হয়। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। এতে নারীদের দীর্ঘায়ু হওয়ার কিছু কারণ বলা হয়েছে। ভ্রূণ যথাযথভাবে বড় হয় একটি নারী ভ্রূণ পুরুষ ভ্রূণের তুলনায় জরায়ুতে ভালোভাবে বড় হয়। নারী ভ্রূণ শারীরিকভাবে একেবারে পরিপক্ব হয়েই জন্ম নেয়। এটা দীর্ঘ জীবনে সাহায্য করে। আর সেখানে একটি পুরুষ শিশুর ভ্রূণের শারীরিক পরিপক্বতা জন্মের পর পর্যন্তও চলতে থাকে। বংশবৃদ্ধি করে নারীরা বংশবৃদ্ধিতে সাহায্য করে এবং হিউম্যান জিনোম পদ্ধতিতে অবদান রাখে। এটিও নারীদের দীর্ঘদিন বেঁচে থাকার কারণ বলে সাম্প্রতিক কিছু গবেষণায় দাবি করা হয়। ক্রোমোজমের পার্থক্য পুরুষের তুলনায় নারীদের রয়েছে দীর্ঘজীবী টেলোমিরিস (ক্রোমোজমের ভেতরের একটি অংশ)। এটি ক্রোমোজমকে সুরক্ষা দেয়। টেলোমিরিস কোষের পুনর্গঠনে সাহায্য করে। দীর্ঘজীবী টেলোমিরিস থাকার কারণেও নারী পুরুষের চেয়ে বেশি বাঁচে। হরমোনগত কারণ পুরুষ

Zica virus spreading

Image
Feedback write-up physique hereDeclaring the Zika trojan will be "spreading explosively, inches the entire world Well being Firm declared it's going to keep a crisis achieving regarding self-sufficient professionals Friday to choose in the event the break out needs to be reported a worldwide well being unexpected emergency. With a specific achieving last night inside Geneva, WHICH Director-General Medical professional Margaret Chan mentioned the herpes virus — which includes recently been connected to start problems and also neurological issues — has been turning into far more of your danger. Person who scientist mentioned the particular Americas can notice around some thousand situations regarding Zika next yr. Chan mentioned despite the fact that there was clearly simply no defined resistant the Zika trojan has been in charge of any raise inside how many toddlers getting created together with extraordinarily tiny brain inside Brazilian, "the am